logo
ads
২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

16px

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে। 

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব গ্রেপ্তার দেখানো হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads