logo
ads
২৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

অনলাইন ডেস্ক

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

16px

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটের দায়িত্বে না থাকেন, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করা হয়েছে। গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ইসিকে সতর্ক থাকতে হবে।

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও যোগ করেন, গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে, সে বিষয়েও কমিশনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জোট প্রসঙ্গে ড. মঈন খান বলেন, জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি তা জানিয়ে দেবে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেন।

ODNEWS/DSK

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads