logo
ads
২৯ অক্টোবর, ২০২৫

ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক

ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

16px

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। 

৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি, অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারসহ অনেকে।

২৭৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সহ-সভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক। 

কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন ৪০ জন চিকিৎসক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন সারা দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রতিনিধিরা।

এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে রয়েছেন ৪০ জন চিকিৎসক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন সারা দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের প্রতিনিধিরা।

এর বাইরে তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ODNENEWS/DSK

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads