গত শনিবার শুটিং সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান ও শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা এই শর্ত মেনে নিয়ে দ্রুত নিয়মনীতি প্রণয়নের কথা জানান।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসেছি, আলোচনা করেছি।আলোচনায় প্রধান যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা।
এ ছাড়া অন্যের অসুবিধা না করে শুটিং করতে প্রয়োজনীয় নিয়মনীতিগুলো লিখিত আকারে তৈরি করে দিতে বলা হয়েছে। এফটিপিও থেকে আগে কিছু নিয়ম দেওয়া আছে। সেগুলো পুনর্বিবেচনা করে আমরা তৈরি করে দেব কিছুদিনের মধ্যে।’
এর আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) থেকে শুটিং সংক্রান্ত নিয়মনীতি করে দেওয়া হয়েছিল নির্মাতাদের।