১৯ জুলাই, ২০২৫

পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক শুরু

পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের গঠন করা পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার রাঙামাটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে বৈঠক শুরু হয়।


বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা উপস্থিত রয়েছেন। তাঁরা তিনজন কমিটির সদস্য। বৈঠকে এর বাইরে উপস্থিত রয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমা প্রমুখ।

পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া পরিবীক্ষণ ও তত্ত্বাবধানের পাশাপাশি চুক্তি বাস্তবায়নসংক্রান্ত সমস্যা সমাধানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে সরকারের কাছে