১৮ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচন ২৮ পদে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি

ডাকসু নির্বাচন ২৮ পদে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসুর তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। যেখানে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে 

সোমবার (১৮ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। 

জসীম উদ্দিন বলেন, আজ মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। এর মধ্যে ৪৪২টি মনোনয়ন ফরম আজ বিক্রি হয়েছে। মঙ্গলবার ফরম জমা দেওয়ার শেষ সময়।

অন্যদিকে হল সংসদ নির্বাচনের ১৮টি হল থেকে মোট ১২২৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।
 
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।