২৩ আগস্ট, ২০২৫

ডিএনসিসির ক্রয় কার্যক্রম সম্পাদনে কমিটি গঠন

ডিএনসিসির ক্রয় কার্যক্রম সম্পাদনে কমিটি গঠন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) ভাণ্ডার ও ক্রয় বিভাগের আওতায় ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার ডিএনসিসির এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, গঠিত কমিটি বাজার দর যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করবেন।

ডিএনসিসির অফিস আদেশ বলা হয়েছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান ভাণ্ডার কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ভাণ্ডার কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের উপ-সহকারী প্রকৌশলীকে।