ভ্রমণপ্রেমীদের স্বপ্নের দেশ মালয়েশিয়া এবার বিদেশিদের জন্য খুলে দিচ্ছে স্থায়ী বসবাসের দরজা। বাংলাদেশের নাগরিকসহ বিশ্বের যে কোনো দেশের মানুষ শর্তসাপেক্ষে এই সুযোগ নিতে পারবেন। মালয়েশিয়ার পারমানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বাসিন্দার অনুমতি নেয়ার মাধ্যমে বিদেশিরা দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন। যদিও এটি নাগরিকত্বের সমান নয়, তবু অস্থায়ী ভিসাধারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা দেয়।
রেসিডেন্স পাস হলো এমন একটি বিশেষ অনুমতিপত্র যা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী বিদেশি নাগরিকদের দেওয়া হয়। এই পাস থাকলেই কেউ দীর্ঘ সময় মালয়েশিয়ায় বসবাস করতে পারবেন, স্থানীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
প্রধান ক্যাটাগরি:
১. মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক (ক্যাটাগরি ৩)
২. মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার সঙ্গে পারিবারিক সম্পর্ক (ক্যাটাগরি ৪)
মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দার ১৮ বছরের কম বয়সী সন্তান;
স্বামী/স্ত্রী।
৩. প্রাক্তন মালয়েশিয়ান নাগরিক (ক্যাটাগরি ৫)
যারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন;
যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছ।
আবেদনের শর্তাবলি:
আবেদন ফি: রেসিডেন্স পাসের জন্য পাঁচ বছরের মেয়াদে ফি মাত্র ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,৩৪৬ টাকা।
এই পাস থাকলে অন্য কোনো পাসে ঝামেলা ছাড়াই মালয়েশিয়ায় কাজ, পড়াশোনা এবং ব্যবসা করা সম্ভব, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শর্তাবলি মেনে চলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।