এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকার ৫৩৫ লিটার চোলাই মদসহ দুখু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুখু মিয়া রুহিতপুর পূর্ব মুগারচর এলাকার মৃত রজব আলীর ছেলে।
র্যাব-১০ জানায়, গ্রেপ্তার দুখু মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে দুখু মিয়াকে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।