২৭ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ শেষে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ

এশিয়া কাপ শেষে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর কলম্বোয় অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। রাজনৈতিক কারণে পাকিস্তান নারী দল ভারত সফরে না গিয়ে শ্রীলঙ্কায় তাদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। সম্প্রতি পুরুষ এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এ প্রসঙ্গেই ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর গণমাধ্যমকে বলেন, আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা কেবল ক্রিকেটে মনোযোগী। এখন আমাদের একমাত্র কাজ ক্রিকেট খেলা।

হারমানপ্রীতের মন্তব্যে স্পষ্ট, ভারতীয় নারী দল মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে খেলার দিকেই মনোযোগী হতে চায়। তবে পুরুষ দলের মতো নারীরাও যদি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে, তবে বিশ্বকাপেও নতুন করে আলোচনার জন্ম দিতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ।