২৭ সেপ্টেম্বর, ২০২৫

শহীদ জিয়াউর রহমানের মাজারে তোপের মুখে ডা. সাবরিনা, যা ঘটেছিল

শহীদ জিয়াউর রহমানের মাজারে তোপের মুখে ডা. সাবরিনা, যা ঘটেছিল

শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে এই বাগবিতণ্ডার ঘটনা ঘটে। সাবরিনার তোপের মুখে পড়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন। এ সময় ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান।

‘আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য’ বলে পরিচয় দেন সাবরিনা। এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, ‘বিএনপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে। আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।

 ‘শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি’ জবাবে এমনটি বলে এ সময় তিনি ছাত্রদল নেতাদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান। একপর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে এখান থেকে চলে যেতে হবে।’ এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, ‘জিয়ার মাজার সবার।’

এ সময় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী সাবরিনাকে ঘিরে ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা।