২ অক্টোবর, ২০২৫

এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি

এখনো ছুটছে ফ্লোটিলার ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি

বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এই চারটি জাহাজের মধ্যে রয়েছে 'সামারটাইম-জং' এবং 'শিরিন'—যা মূলত আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী বহন করছে।

এছাড়াও, ফিলিস্তিনের জলসীমানায় প্রবেশ করা ফ্লোটিলার প্রথম জাহাজ 'মিকেনো' এবং 'মেরিনেট' এখনও যাত্রা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে ফ্লোটিলার বেশিরভাগ জাহাজের গতিপথ রুদ্ধ হলেও কয়েকটি জাহাজ এখনও গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।