২৩ জুলাই, ২০২৫

রাসিক সচিব রুমানা আফরোজ এর বিরুদ্ধে যত অভিযোগ

রাসিক সচিব রুমানা আফরোজ এর বিরুদ্ধে যত অভিযোগ

গত ২০ জুলাই  সকাল সাড়ে ১০টার দিকে নগরের একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে ‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঠিকাদাররা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন। সেখানে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশন দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এই প্রতিষ্ঠানের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রশাসনিক দুর্বলতা, দায়িত্বহীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, এনওসি, বিভিন্ন ছাড়পত্র ও বিদ্যুৎ সংযোগসহ নানা সেবা পেতে এখন দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। ৩-৪ দিনের কাজেও সময় লাগছে দুই থেকে তিন মাস। সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার অসহযোগিতার কারণে সেবাগ্রহীতারা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।

তরিকুল ইসলাম বলেন, সচিব রুমানা আফরোজের প্রশাসনিক অনীহা, অসদাচরণ ও দায়িত্ব পালনে গাফিলতির কারণে সিটি করপোরেশনের প্রতিটি শাখায় অচলাবস্থা তৈরি হয়েছে। উন্নয়ন প্রকল্পের বিল ফাইল মাসের পর মাস আটকে রাখা হচ্ছে। ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।

ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ ধীরগতিতে চলায় শহরে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ না করায় সরকারকে জরিমানাও দিতে হয়েছে, যা জনগণের অর্থের অপচয় বলেও অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষ থেকে দুটি প্রধান দাবি উত্থাপন করা হয়। তা হলো জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে দ্রুত স্থায়ী প্রশাসক নিয়োগ দিতে হবে, যাতে সেবার মান বৃদ্ধি পায় ও অচলাবস্থার অবসান ঘটে। দুই; অনিয়ম, হয়রানি ও প্রশাসনিক ব্যর্থতার জন্য দায়ী বর্তমান সচিব রুমানা আফরোজকে অপসারণ করে একজন দক্ষ, সেবামুখী ও সৎ কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এসব দাবি না মানা হলে ২৩ জুলাই থেকে তারা রাসিকের সব উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখবেন। ২৭ জুলাই সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন তারা।