২৬ জুলাই, ২০২৫

বিদেশ থেকে কয়েক জনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল

বিদেশ থেকে কয়েক জনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলে বলে যে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণের প্রতিনিধি নির্বাচন করব কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লেমন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।

ফখরুল বলেন, বাংলাদেশ এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে।  রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার হয় না। কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না। একটা প্রক্রিয়ার মধ্যে দিতে সংস্কার করতে হয়। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ জানে না। তারা চায় তিনি যাকে ভোট দিবেন তিনিই তার প্রতিনিধি হবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, পত্রিকা খুললে বিভিন্ন ধরনের খবর আসে। যা বিএনপি রাজনীতির সঙ্গে যায় না। দলটির যা করবেন তাদের সৎ হতে হবে।