২৬ জুলাই, ২০২৫

সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন বিভাগের নিয়োগ, নেবে ৯ জন

সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন বিভাগের নিয়োগ, নেবে ৯ জন

পদের নাম ও সংখ্যা—

মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য: ৫ জন

নিম্ন আদালতের জন্য: ৩ জন

প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য: ১ জন।

সর্বমোট: ৯ জন

আবেদনের অন্যতম কয়েকটি শর্তাবলি—

আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঢাকায় বসবাসকারী হতে হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিম্ন আদালতে আইনজীবী হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশাসনিক ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের নাম, পিতা/স্বামী/মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, ই-মেইল উল্লেখসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য-সনদ/সংশ্লিষ্ট বারের সদস্য-সনদ/পেশাগত সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং অভিজ্ঞতা সনদসহ সব সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। যে আদালতের জন্য আবেদন করবেন, সেই আদালতের নাম খামের ওপর এবং আবেদনে উল্লেখ করতে হবে।