logo
ads
২ আগস্ট, ২০২৫

৫ আগস্টের আগেও হতে পারে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক

৫ আগস্টের আগেও হতে পারে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

16px

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল–সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা আমরা এখনও জানি না। অলরেডি এতে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজ হয়তো ঘোষণা হবে ৫ আগস্ট বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন–একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।

তথ্য উপদেষ্টা বলেন, বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে একটা বড় অংশ বাস্তবায়নের পথে আমরা এগোতে পেরেছি, সব হয়তো বাস্তবায়িত হয়নি।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,  জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads