logo
ads
১৮ সেপ্টেম্বর, ২০২৫

১৬ দিনে প্রবাসী আয় এলো ২০ হাজার ৪১০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

১৬ দিনে প্রবাসী আয় এলো ২০ হাজার ৪১০ কোটি টাকা

16px

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, সেপ্টেম্বরের ১৬ দিনে ১৬৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩৭ কোটি ১০ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার এসেছে। গত ২০২৪-২৫ অর্থবছরে যা এসেছিল ৫৪৪ কোটি ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ১৩৩ কোটি ৩০ ডলার বেশি এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আর সদ্য বিদায়ী আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ-

ODNEWS/DSK

 

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads