logo
ads
১৬ সেপ্টেম্বর, ২০২৫

লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক

16px

লিবিয়ার মিসরাতায় একটি মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স। 

দীর্ঘদিন ধরে নজরদারি করার পর সম্প্রতি প্রদেশের দাফনিয়া এলাকায় অবস্থিত এ ঘাঁটিটিতে অভিযান চালানো হয়। ঘাঁটিটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটিটি মূলত অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরির কারখানা হিসেবে ব্যবহার হতো। 

গত রোববার (১৪ সেপ্টেম্বর) অভিযান পরিচালনাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে কারখানাটির ওপর নজর রাখছিল তারা। দীর্ঘদিনের পর্যবেক্ষণ শেষে পশ্চিম মিসরাতার প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ অভিবাসনের জন্য প্রস্তুত করা একাধিক নৌকা ছাড়াও কারখানার ভেতর থেকে বেশ কিছু নিষিদ্ধ সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এছাড়া, মানবপাচারের এই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ২৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। 

জব্দ করা সামগ্রীসহ আটক ব্যক্তিদেরকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লিবিয়া। এখানকার রাজনৈতিক ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে মানব পাচারকারীরা বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে প্রায়শই নৌকাডুবিসহ নানা ধরনের শোষণ ও নিপীড়নের মতো ঘটনা ঘটে

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads