logo
ads
১৬ সেপ্টেম্বর, ২০২৫

সারের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

সারের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের প্রতিবাদ

16px

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার কৃষকসহ বিশিষ্ট বক্তিরা অংশ নেন।

মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মন্তাজ আলী, সদস্যসচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন প্রমুখ। 

এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। 
 
পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের নেতারা। দাবিগুলো হলো জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি, কালোবাজারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেওয়া।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads