logo
ads
৩০ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার ৬ শিক্ষার্থীসহ দগ্ধ ৭

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসার ৬ শিক্ষার্থীসহ দগ্ধ ৭

16px

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদরাসাঢ এ ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- মাদরাসা শিক্ষার্থী নুসরাত (১০), সাদিয়া খাতুন (৬), রওজা আক্তার (১২), নুসরাত (১১), জান্নাতুল মাওয়া (৮), উম্মে তাইসান (০৫) এবং মাদরাসার আয়া আলেয়া (২২)।

মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার চারতলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আয়া। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে ৬ শিক্ষার্থী দগ্ধ হন

ODNEWS/DSK

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads