গত মে মাসে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন সরানোর সময়সীমা পেরিয়ে গেলেও বিআরটিএ কোনো কার্যকরী অভিযান পরিচালনা করতে পারেনি। এ নিয়ে শুধু বিআরটিএ নয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগেরও কঠোর সমালোচনা হয়েছে। এর দেড় মাস সময় পেরিয়ে যাওয়ার পরে গতকাল রবিবার থেকে মাঠে নেমেছে বিআরটিএ। এ অভিযানে পুলিশ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতাও পাওয়া যাচ্ছে।
রবিবার দুপুরে সড়কে যখন এ অভিযান পরিচালিত হচ্ছিল, তখন রাজধানীর পরীবাগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে হাজির হন প্রভাবশালী বাস মালিকরা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরি সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জনাব হুমায়ূন কবির, সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বক্স দুদু উপস্থিত ছিলেন। তারা সবাই নানা দাবিতে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাসকে বিভিন্ন প্রশ্নের মুখে পরতে হয়।