সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, জামায়াতের ধারণা আমি যেহেতু আপনার সঙ্গে খেলতে পারব না, আপনার সঙ্গে আমি ভোটে পারব না, সেজন্য তারা পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবি তুলেছে। আদতে তারা ভোটে আসবে। মানুষ মাওলানা সাহবেদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে, কিন্তু নির্বাচনে দাঁড়াক, কয় ভোট পায় দেখবেন। ধর্মীয় রাজনীতি, পিআর এসব দেশের মানুষ পছন্দ করে না।
তিনি বলেন, জামায়াতের ভোট ৭ ভাগ। সেই হিসাব অনুযায়ী তারা ২১টা সিট পাবে, কিন্তু এবার এমনিতে ভোট করলে ১ ভাগ কমবে জামায়াতের ভোট। ৬ ভাগ ভোট হবে, সিট পাবে ১০টারও নিচে।
তিনি আরও বলেন, জামায়াত এতদিন একটা কাঁথা গায়ে দিয়ে ছিল, ৭১ ভুলে গিয়েছিল মানুষ। ৫ আগস্টের পর জামায়াত বুঝিয়ে দিয়েছে তারা কাঁথার নিচে নাই, মানুষ চিনে ফেলছে এরা হইলো রাজাকারের বংশধর। এদের চরিত্র বদলায়নি। তাই ১ ভাগ ভোট তাদের কমবে।
ফজলুর রহমান বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।তারা আমাকে ফজু পাগলা বলে। আমার নাম ফজলুর রহমান