logo
ads
৬ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

অনলাইন ডেস্ক

শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

16px

আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম ও সিনিয়র অফিসার রিয়াদ মাহমুদ।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ১৬ অক্টোবর ধার্য করেছেন বিচারক।

নথি থেকে জানা গেছে, গত জানুয়ারি মাসে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ছয় মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন
  

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads