logo
ads
২৭ ডিসেম্বর, ২০২৫

হাদি হত্যাকাণ্ডে ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

অনলাইন ডেস্ক

হাদি হত্যাকাণ্ডে ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

16px

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলায় ফয়সালের বাবা-মাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ঘটনাস্থল থেকে জব্দ করা কার্তুজ ও বুলেটের ব্যালিস্টিক পরীক্ষা করে রিপোর্ট দিতে সিআইডির ব্যালিস্টিক শাখার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দেন।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ১২ ডিসেম্বর পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন এলাকায় ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়। পরে মরদেহ দেশে এনে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য আলামতসমূহের ব্যালিস্টিক পরীক্ষা করা প্রয়োজন বলে আদালত মনে করছে এবং সিআইডিকে এ নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads