logo
ads
২২ জুলাই, ২০২৫

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে আলাদা অ্যাকাউন্ট ব্যবহারে নতুন সুবিধা

অনলাইন ডেস্ক

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে আলাদা অ্যাকাউন্ট ব্যবহারে নতুন সুবিধা

16px

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আপডেটের মাধ্যমে প্রতিটি গুগল অ্যাকাউন্টের জন্য আলাদা ট্যাব, ব্রাউজিং হিস্ট্রি ও সংরক্ষিত পাসওয়ার্ড রাখা সম্ভব হবে। এর ফলে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যক্তিগত তথ্য একে অপরের সঙ্গে গুলিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। নতুন ব্যবস্থায় প্রথমবার যখন ব্যবহারকারী ম্যানেজড অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন একটি পরিচিতিমূলক গাইডলাইন দেখানো হবে। এতে জানানো হবে কীভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা তথ্য পৃথকভাবে পরিচালিত হবে।

ব্যবহারকারীরা যখনই কর্মস্থলের অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন ক্রোম জানিয়ে দেবে—তারা এখন একটি নিয়ন্ত্রিত ও সুরক্ষিত পরিবেশে প্রবেশ করছেন। এই ফিচার বিশেষত ‘বাইওডি’ (Bring Your Own Device) নীতিতে কাজ করা প্রতিষ্ঠানের জন্য উপযোগী, যেখানে কর্মীরা একই ডিভাইসে ব্যক্তিগত ও অফিসিয়াল কাজ করেন।

নিরাপত্তার দিক থেকেও গুগল এই আপডেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে প্রতিষ্ঠানগুলোর আইটি টিম চাইলে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবে এবং নিষিদ্ধ জেনারেটিভ এআই সাইটগুলো রিডাইরেক্ট করে কেবল অনুমোদিত সাইট ব্যবহার নিশ্চিত করতে পারবে।

এ ছাড়া, নিরাপত্তা দলগুলো আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে ব্রাউজিং সংক্রান্ত অডিট লগ সরাসরি অ্যাডমিন কনসোলে বা এসআইইএম সিস্টেমে পাঠাতে পারবে, যা ডেটা পর্যবেক্ষণে আরও কার্যকর সহায়তা দেবে। গুগল জানিয়েছে, আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো এখন থেকেই পর্যায়ক্রমে চালু হচ্ছে এবং এটি কেবল ক্রোম এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার আওতাধীন ডিভাইসেই ব্যবহারযোগ্য হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads