logo
ads
২২ জুলাই, ২০২৫

গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ব্যান্ড নগরবাউল জেমস।

অনলাইন ডেস্ক

গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ব্যান্ড নগরবাউল জেমস।

16px

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন নগরবাউল জেমস। ২৫ জুলাই তাদের একটি কনসার্ট রয়েছে পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়াতে। যেটি আয়োজন করছে রিভারাইন এন্টারটেইনমেন্ট। আয়োজকদের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, এ কনসার্ট থেকে আয়ের একটি অর্থ সরাসরি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হবে।

পোস্টে লেখা হয়, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এ শোকের মুহূর্তে আমরা আমাদের দেশের মানুষদের পাশে আছি। সহমর্মিতার নিদর্শন হিসেবে ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। আসুন, আমরা এক হই- শুধু সংগীতের জন্য নয়, আরোগ্যের জন্য, ঐক্যের জন্য এবং সেই ভবিষ্যতের জন্য যারা আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

এদিকে এ ঘটনার পর জেমস তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি শোকবার্তা প্রকাশ করেন।যেখানে তিনি লেখেছেন, এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গেই রয়েছে।

জেমস আরও লেখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সব উদ্ধারকর্মীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আরও জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পুরো পরিবারটির পাশে আছে তার দল।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads