logo
ads
২৫ জুলাই, ২০২৫

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন অভিনেত্রী রিয়া

অনলাইন ডেস্ক

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন অভিনেত্রী রিয়া

16px

রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, অরিন্দম প্রতি সপ্তাহে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে আসত। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।

অভিনেত্রীর দাবি, তার স্বামী অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা আছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন।

তার কথায়, শাশুড়ি অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুর তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।

রিয়া আরও জানান, তার স্বামী আপস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলে-মেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তার দুই ছেলে-মেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।

কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, আমার ছেলে-মেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কী করে ছেড়ে দেব আমি। টাকা-পয়সা তো দরকার, চেষ্টা করছি শিগগিরই যাতে ধারাবাহিকে ফিরতে পারি।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads