logo
ads
২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

অনলাইন ডেস্ক

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

16px

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। জীবন (৩২) ২। রনি (২৪) ৩। লিংকন (৩৫) ৪। নিয়াজ আনসারী (৪২) ৫। শিহাব (৩০) ৬। হৃদয় (১৮) ৭। রিমন (২২) ৮। রাজিব (২৩) ৯। রাজু (২৫) ১০। আলামিন (২৩) ১১। আরমান (২৫) ১২। সূর্য (২৮) ১৩। চাঁদ মিয়া (৩১) ১৪। মনির হোসেন (২৬) ১৫। রাজু (৩৫) ১৬। সুমন (২৮) ১৭। মমিনুর (৪২) ১৮। শাহিদ ইসলাম (২৫) ১৯। মাসুম (৩০) ও ২০। সেলিম (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads