logo
ads
২৫ জুলাই, ২০২৫

এক সপ্তাহে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে

অনলাইন ডেস্ক

এক সপ্তাহে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে

16px

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু এবং দুই হাজার ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৯ জুলাই ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৩৯৪ জন হাসপাতালে, ২০ জুলাই কারও মৃত্যু না হলেও ৪২৯ জন হাসপাতালে, ২১ জুলাই কারও মৃত্যু না হলেও ৩৬৪ জন হাসপাতালে, ২২ জুলাই তিনজনের মৃত্যু এবং ৪৪৪ জন হাসপাতালে, ২৩ জুলাই চারজনের মৃত্যু এবং ৩১৯ জন হাসপাতালে, ২৪ জুলাই একজনের মৃত্যু এবং ২৮০ জন হাসপাতালে এবং ২৫ জুলাই কারও মৃত্যু না হলেও ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৪১১ জন। মারা গেছেন ৭০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads