logo
ads
৩১ জুলাই, ২০২৫

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে ৬ মামলায় বিচার শুরু

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে ৬ মামলায় বিচার শুরু

16px

পূর্বাচলে নামে বেনামে প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

দুর্নীতির মামলাগুলোতে হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রতিটিতে মামলায় আসামি শেখ হাসিনাসহ রয়েছেন আরও অনেকে। তবে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা প্রত্যেকেই শেখ হাসিনার সঙ্গে ছয় মামলার আসামি।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads