logo
ads
১৯ আগস্ট, ২০২৫

জুলাই হত্যার আসামিদের জামিন দেওয়ায় বিক্ষোভ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক

জুলাই হত্যার আসামিদের জামিন দেওয়ায় বিক্ষোভ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

16px

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইমের হত্যা মামলাসহ অভ্যুত্থানের অন্যান্য হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবাবার (১৯ আগস্ট) জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিন দেওয়ায় সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

শহীদ ও আহত পরিবারের সদস্যরা বলেন, ছবি ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কী করে জুলাই অভ্যুত্থানের একজন হত্যকারী জামিনে মুক্তি পায়? এজন্য কি আমাদের সন্তানরা জীবন দিয়েছে? নতুন বাংলাদেশ এনেছে? বিচার বিভাগের এখানে কী ভূমিকা ছিল? বিচারপতির কী ভূমিকা ছিল? আজ আইন দুর্বল বলেই এটা সম্ভব হয়েছে। আমরা বিচারপতিসহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads