logo
ads
২৭ আগস্ট, ২০২৫

এশিয়ান কাপের আগে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এশিয়ান কাপের আগে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

16px

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়ান কাপ। প্রথমবারের মতো অংশ নেবেন ঋতুপর্ণা চাকমারা। সেই টুর্নামেন্টের আগে বাফুফে মেয়েদের প্রস্তুতির জন্য ম্যাচ আয়োজনের চেষ্টায় নেমেছে। এশিয়ান কাপের আগে চলতি বছরের অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

শুধু থাইল্যান্ডের বিপক্ষে খেলেই বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রস্তুতি সারবে না। থাইল্যান্ডে সঙ্গে খেলার পর জাপানে ক্যাম্প করতে যাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 

আজ ফেডারেশন ভবনে সাংবাদিকদের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘অক্টোবরে নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনাম ও অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।’

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপান সফরে। এই ব্যাপারে কিরণ বলেন, ‘জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দু'টি ম্যাচ খেলব। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অ-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে অ-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।

৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে ২৫ ও ২৮ অক্টোবর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads