logo
ads
১৩ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

16px

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার তাসরিফ কটন মিলের সামনে এই ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে চলাচল করছিল। এ সময় ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত আট যাত্রী আহত হন।

তিনি বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads