logo
ads
৩০ জুলাই, ২০২৫

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে বিশাল সিন্ডিকেট।

অনলাইন ডেস্ক

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে বিশাল সিন্ডিকেট।

16px

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্নীতি ও অনিয়মে আখড়ায় পরিণত হয়েছে । অনুসন্ধান বলছে হাসপাতালটির  বর্তমান  পরিচালকের নেতৃত্বে বিশাল একটি সিন্ডিকেট গড়ে উঠেছে  এই হাসপাতালে ।  ওয়ান ঢাকা নিউজের হাসপাতাল প্রতিবেদকের সরজমিন তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ অনিয়মির চিত্র ।

দেশের অন্যতম ১৩৫০ শয্যার সরকারি এই হাসপাতালটি গত ১৬ বছরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। হাসপাতালের প্রশাসনিক শাখা থেকে শুরু করে ,জরুরি বিভাগ ,চোখ, নাক কান গলা, ইউরোলজি, গাইনি, মেডিসিন, নিউরোলজি, কিডনি ডাইলোসিস, ডেন্টাল, অর্থপেডিক, সার্জারি বিভাগ সহ গুরুত্বপূর্ণ বিভাগ গুলোতে দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত। প্রতিদিন ওসেক ও বহির্বিভাগে ২০০০ হাজার থেকে ২৫০০ রোগী সেবা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কেউ চলে যান আবার কেউ ভর্তি হন হাসপাতালে। কিন্তু রোগিদের কি পরিমান ভোগান্তির শিকার হতে হচ্ছে তা কেবল রোগি এবং তাদের স্বজনরাই জানেন। 

অভিযোগ আছে  হাসপাতালে বিভিন্ন টেন্ডারের নামে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। এসব টেন্ডার নিয়ন্ত্রণ করেন পরিচালক নিজেই। আর এসব অনিয়মের সহায়তা করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন হাসপাতালটির বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা । তার নিয়োজিত উর্ধ্বতন কর্মকর্তাদেরকে দেয়া হয় টেন্ডার বাণিজ্য'র দায়িত্ব। স্বজনরা যাতে কাজ পান সেজন্য গড়ে তোলা হয়েছে সিন্ডিকেট। সবচেয়ে বেশি বেপরোয়া আউটসোর্সিং ও স্পেশাল ডিউটি করা স্টাফরা। 

অনুসন্ধানে জানা যায় প্রতিটি ডিপার্টমেন্টে এক শ্রেনীর চিকিৎসক নার্স সহ আউটসোর্সিং এর কর্মচারীরা  রোগিদের গলা কেটে টাকা আদায় করা হচ্ছে। ভর্তির সময় সব রোগীই হচ্ছেন বিড়ম্বনার শিকার। আয়া, বুয়া, ওয়ার্ড বয় দ্বারা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন রোগী ও স্বজনেরা। স্তরে স্তরে টাকা দিয়েও হয়রানীর শিকার হচ্ছেন অনেকেই। দেখে মনে হয় হাসপাতাল নয় এটি টাকার কারখানা। কেউ কারো কথা শুনতে রাজি নন। যে যেভাবে পারছেন রোগিদের স্বজনদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা । 

স্বজনেরা অভিযোগ অতিরিক্ত  টাকা খরচ করেও কাঙ্খিত সেবা পাচ্ছেননা। গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা নেই বললেই চলে এখানে  । অভিযোগ রয়েছে চিকিৎসায় অবহেলার কারণে  অনেক রোগি অপারেশন পরবর্তী ইনফেকশন সহ নানা শারীরিক জটিলতার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন  । স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও দায়িত্বরতা টাকার নেশায় চরম বিভোর। রোগি এবং স্বজনদের সাথে দুর্ব্যবহার ও নিষ্ঠুরতা এতোটাই নির্মম যা দেখে মনে হয় যেন হাসপাতালে নয় এজন্য কসাইখানা
   
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারীর সাথে গোপনে কথা বলে জানা যায় , সরকার পরিবর্তন হলো বন্ধ হয়নি হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনা  দুর্নীতি ।  হাসপাতাল আশ-পাশের হাসপাতালের টেন্ডার, আউটসোসিং, ক্যান্টিন,ফার্মেসী সব কিছুই নিয়ন্ত্রন করেছেন একটি নতুন সিন্ডিকেট দল  । হাসপাতালের প্রশাসনের সাথে রয়েছে তাদের সখ্যতা উক্ত হাসপাতালের প্রশাসন শাখায় প্রতিজন কর্মকর্তা ও কর্মচারীই টাকার কুমির। ঢাকার মোহাম্মদপুর এলাকায় হাউসিং প্রকল্প গুলোতে রয়েছে তাদের একাধিক ফ্লাট, প্লট 
 সমস্ত কেনাকাটা, রোগী ভর্তি, সিট বাণিজ্য ওষুধ ও সরঞ্জামাদী ক্রয়ের সাথে এরা যুক্ত প্রশাসনিক কর্মকর্তারা। 

এসব অনিয়মের বিষয়ে হাসপাতালটির প্রশাসনিক শাখার কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে। সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ান ঢাকা নিউজের মেডিকেল প্রতিনিধিকে বিশেষ সুবিধায় নিউজ না করার অনুরোধ জানায় -

চলবে-

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads