logo
ads
৫ আগস্ট, ২০২৫

দুর্নীতিবাজদের হাতে জিম্মি হৃদরোগ হাসপাতালের স্বাস্থ্যসেবা।

অনলাইন ডেস্ক

দুর্নীতিবাজদের হাতে জিম্মি হৃদরোগ হাসপাতালের স্বাস্থ্যসেবা।

16px

দেশে হৃদরোগের চিকিৎসায় একমাত্র সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এ হাসপাতালের দুর্নীতিবাজ কিছু কর্মচারী এবং নার্সদের কাছে জিম্মি হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা। চলছে সেবার নামে নৈরাজ্য। ভুক্তভোগী রোগীদের কাছে হাসপাতালটি ঘুষ-বাণিজ্যের প্রতিষ্ঠান হিসেবে অ্যাখ্যা পেয়েছে।

শনিবার ২ আগস্ট  দুপুর শিফটের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে   জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়। হাসপাতালে চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি অবহেলার শিকার হন হৃদরোগে আক্রান্ত রোগী এবং  তাদের স্বজনরা  । 

দেখা যায় ছাড়পত্র পাওয়া রোগীদের কেনুলা খুলে দেয়া এমনকি  ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন রোগীদের বুঝিয়ে  দেয়ার কাজটি করছেন ওয়ার্ড বয় । 

শুধু তাই নয় একই দিনে দায়িত্বে অবহেলা করে,  হৃদরোগে আক্রান্ত রোগীদের  দায়সারা গোছের  চিকিৎসা দিতে দেখা যায়  হাসপাতালটির  কার্ডিওলজি (পুরুষ)  ওয়ার্ড-৬  এর দায়িত্বরত  নার্সদের ।

দেখা যায় রোগীদের বেডে না গিয়ে ওয়ার্ডের করিডোরে দাঁড়িয়েই রোগী ও তাদের স্বজনদের ফাইল দেখিয়ে ঔষধ নিয়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন দুপুরের শিফটে দায়িত্ব  নার্সরা । এমনকি  ওয়ার্ডের ডায়াবেটিস থাকা রোগীদের  ইনসুলিন ইনজেকশন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ তো হচ্ছেই না বরং রাতে পাওয়া ইনসুলিন ইনজেকশন সিরিজে  ভরে রোগীর কিংবা  স্বজনদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে।

ভর্তি রোগীদের সাথে এমন আচরণ  বিষয়ে জানতে চাইলে  ওয়ার্ডে উপস্থিত চিকিৎসক  চিকিৎসক দূষলেন হাসপাতালের অব্যবস্থাপনা এবং জনবল সংকটকে । 

 

ODNEWSDSK

  

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads