logo
ads
২৩ সেপ্টেম্বর, ২০২৫

দ্বিতীয়বারের মত ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল আকিজ সিরামিকস

অনলাইন ডেস্ক

দ্বিতীয়বারের মত ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল আকিজ সিরামিকস

16px

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে সুপারব্র্যান্ডের স্বীকৃতি প্রদান করা হয়। 

সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর জন্য একটি আন্তর্জাতিক আর্বিটার যা বর্তমানে বিশ্বজুড়ে ৯০টি দেশের ব্র্যান্ডদের স্বীকৃতি দিয়ে আসছে। ‘Promise of Perfection’ স্লোগানকে ধারণ করে ২০১২ সালে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে আকিজ সিরামিকস। 

প্রতিষ্ঠানটি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত টানা ৬ বার সিরামিকস ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে, যা সিরামিকস ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ। এর আগেও ২০২৩-২৪ সালে আকিজ সিরামিকস প্রথমবারের মত সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছিল। এই অনন্য স্বীকৃতি বাংলাদেশের সিরামিকস ইন্ডাস্ট্রিতে আকিজ সিরামিকস এর ধারাবাহিক সাফল্যের পাশাপাশি গ্রাহক আস্থার প্রতিশ্রুতিরও প্রতিফলন। 

আধুনিক লাইফস্টাইলের সঙ্গে মানানসই আকিজ সিরামিকস এর মানসম্মত আধুনিক ডিজাইনের টাইলস দেশজুড়ে গৃহ ও বাণিজ্যিক স্থাপনাসমূহে ব্যবহৃত হচ্ছে। সিরামিকস ইন্ডাস্ট্রিতে এ নতুন বেঞ্চমার্ক স্থাপনের মাধ্যমে আকিজ সিরামিকস গ্রাহকের আস্থা ও গুণমানের মান অটুট রাখার আশা প্রকাশ করছে। 

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads