logo
ads
৩০ সেপ্টেম্বর, ২০২৫

এবার টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার

অনলাইন ডেস্ক

এবার টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার

16px

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর মধ্যে পড়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানজুড়ে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে, এক কর্মকর্তার জানিয়েছেন, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

ব্যবসায়ীরা বলছেন, পুরো দেশজুড়ে এক ধরনের নীরবতা নেমে এসেছে। এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত আসবে। 

উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবানরা বিদ্যুৎগতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং তখন থেকেই দেশটিতে ধারাবাহিকভাবে সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করে আসছে।

ODNEWS/DSK

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads