logo
ads
১৬ ডিসেম্বর, ২০২৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

16px

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয়, ঢাকা জেলার নেতাকর্মীরা।

সূর্য উদয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। তখন শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না।

তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads