logo
ads
২৫ জুলাই, ২০২৫

শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন ১ হাজার ৮৩ জন গাজাবাসী

অনলাইন ডেস্ক

শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন ১ হাজার ৮৩ জন গাজাবাসী

16px

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি-ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৫৩ জন আহত হয়েছেন। তবে এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না। এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন ১ হাজার ৮৩ জন গাজাবাসী। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও ৭ হাজার ২৭৫ জনের বেশি মানুষ।

জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হন।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads