logo
ads
২ আগস্ট, ২০২৫

সংবিধান সংশোধন সংসদেই করতে হবে, বাইরে সুযোগ নেই

অনলাইন ডেস্ক

সংবিধান সংশোধন সংসদেই করতে হবে, বাইরে সুযোগ নেই

16px

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা সংসদেই করতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আমির খসরু বলেন, সংবিধানের কোনো সংশোধন করতে হলে তার জন্য জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং তা সংসদের মধ্যে থেকে করতে হবে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো পরিবর্তন আনতে হলে তা সংসদের বাইরে করার কোনো সুযোগ নেই।

বিএনপির এই নেতা বলেন, যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, “তারা কোন পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না।”

তিনি বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায়, তবে কোনো সংস্কারই কাজে আসবে না। অপরের মতকে সম্মান জানানো এবং সহনশীলতার মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

বিভিন্ন দলের মধ্যে ঐক্য নিয়ে ওঠা প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, “অনেকেই বলছেন, দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল ৫ আগস্টের পরে তা অনৈক্য হয়ে গেছে। আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না।” তিনি বলেন, প্রতিটি দলের নিজস্ব দর্শন ও চিন্তাভাবনা থাকবে, কিন্তু যেখানে ঐকমত্য হবে, সেখানে তারা একমত হবেন। বাকি বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ জনগণই মালিক। তাদের সিদ্ধান্ত নিয়েই সংসদে তা পাস করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। স্মরণসভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মেহনাজ মান্নান।

ODNEWS/DSK

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads