টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংযোগ সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর থেকে আমতলীর মাঠ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এ জনবহুল সড়কের অধিকাংশ জায়গায় মাটিধসের কারণে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে সদর ইউনিয়নের চাকঢালা এলাকার প্রবেশপথে দক্ষিণসালামী পাড়া এলাকায় বড় ধস নেমেছে। এতে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দুর্ঘটনা এড়াতে লাল পতাকা টানিয়ে সতর্ক করে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে চাকঢালা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সীমান্ত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ, সাদা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রমেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রতিদিন সীমান্তবর্তী চাকঢালা এলাকার হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী ও কৃষক এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। সড়কের ভাঙনে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। চাকঢালার উৎপাদিত কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চললেও বড় কোনো পণ্যবাহী গাড়ি এই সড়ক দিয়ে চলতে পারছে না।
সংস্কারেও স্থায়ী সমাধান হয়নি
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এ গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কটি দুই বছর আগে সংস্কার করা হলেও কাজটি পরিকল্পনাহীন ও অপর্যাপ্ত ছিল। ফলে অল্প সময়ের মধ্যেই আবারও ভাঙনের কবলে পড়েছে। সচেতন মহলের মতে, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও গাইডওয়াল না থাকার কারণেই আজকের এই বিপর্যয় সৃষ্টি হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা আবদুল আলিম বাহাদুর, বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবসায়ী মোহাম্মদ কামাল এবং মহিছুন্নাহ দাখিল মাদরাসার মুহতামিম জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি বর্ষা মৌসুমে পাশের ছড়ার পানি বেড়ে গিয়ে সড়কের মাটি সরে যায়। কিন্তু পাশে কোনো গাইডওয়াল নেই। ছড়া ও খালের পাশে গাইডওয়াল নির্মাণ এখন সময়ের দাবি, না হলে একে একে পুরো সড়ক বিলীন হয়ে যাবে।
তারা আরও বলেন, সীমান্তবর্তী হওয়ায় এই সড়কটি দিয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিকুছড়ি ও চাকঢালা বিওপি ক্যাম্পে যাতায়াত এবং আশারতলী, জামছড়ি ও জারুলিয়াছড়ি সীমান্ত চৌকিগুলোতে রসদ সরবরাহ ও প্রশাসনিক কাজও পরিচালিত হয়