logo
ads
২২ সেপ্টেম্বর, ২০২৫

রাত থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

অনলাইন ডেস্ক

রাত থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

16px

সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। পানিবন্দি রাস্তায় যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

হঠাৎ এই বর্ষণে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কেউ অফিসে যেতে না পেরে আটকে পড়েছেন, আবার কেউ কোমরসমান পানিতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads